মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১২ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম
শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।মোট পাঁচটি স্টলে শিক্ষার্থীরা নয় প্রকারের বিভিন্ন পিঠা তৈরি করে বিক্রি করেন।
কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী খান মীম বলেন,বাসায় নিজে পিঠা তৈরি করে সহপাঠী ও ছোট ভাইবোনদের কাছে বিক্রি করা এক দারুণ অভিজ্ঞতা ছিল।আমাদের স্টলে ঝালমুড়ি, কেকসহ সাত প্রকারের পিঠা ছিল,যা খুব দ্রুত শেষ হয়ে যায়।এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে হওয়া উচিত।
কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আবু তারেক ও প্রভাষক লাভলী আক্তার বলেন,সব স্টল ঘুরে পিঠা খেয়েছি,খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।
কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবাইদ হোসেন জয় বলেন,শিক্ষার্থীদের অনুরোধে কলেজ কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে। সবাই পিঠা উৎসব উপভোগ করেছেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ওছমান গণি বলেন,পিঠা উৎসব আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির অংশ।সামনের দিনগুলোতে দুই-তিন দিনব্যাপী জমকালোভাবে এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: