গলাচিপায় ডাক্তার জব্বার জামে মসজিদ নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

মো:জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপা সর্বজন স্বীকৃত গুণীব্যক্তিত্ব মরহুম ডাক্তার আব্দুল জব্বার জামে মসজিদ নির্মাণের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০ ঘটিকায় ৮ নং ওয়ার্ড মুসলিম পাড়া নিজস্ব জমিতে -প্রয়াত আব্দুল জব্বার ডাক্তার এর সুযোগ্য সন্তানদের অর্থায়নে পিতার নামে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সর্ব শ্রেণি পেশার সুধীজন শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন -মরহুমার পুত্র অ্যাডভোকেট ফখরুল ইসলাম, লন্ডন প্রবাসী চার্টার্ড একাউন্টেট মোহাম্মদ কাউসারুল ইসলাম, নজরুল ইসলাম, কন্যা জাহানারা শরীফ সহ মরহুম নুরুল ইসলাম এর পুত্রদ্বয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল আলম, গণঅধিকারের সভাপতি মোঃ হাফিজুর রহমান ,সহকারী অধ্যাপক মোঃ শাহজালাল, বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, মোহাম্মদ নেছার রাড়ী,প্রফেসর ডাক্তার আদনান ইসলাম( চক্ষু বিশেষজ্ঞ)। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমান প্রমুখ।
মসজিদের ভিত্তিপ্রস্তর ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সভাপতি উপজেলা ইমাম পরিষদ ও হুমায়ুন কবির।
সার্বিকভাবে সঞ্চালনা করেন প্রেসক্লাব সভাপতি মু:খালিদ হোসেন মিল্টন। উল্লেখ্য যে মসজিদটি নির্মাণে এলাকার মুসল্লীরা মরহুম ডক্টর আব্দুল জব্বার এর সন্তানদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর