কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতিকে বিএনপি পরিবারের সংবর্ধনা।
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া,পটুয়াখালী: বাংলাদেশে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারকে সংবর্ধনা দিয়েছে কলাপাড়া বিএনপি পরিবার। সম্প্রতি কলাপাড়ায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি মোঃ ফারুক গাজী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।
বক্তারা তাঁদের বক্তব্যে গ্রাম ডাক্তারদের সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করেন এবং গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারের নেতৃত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সংবর্ধিত অতিথির সম্মানে দোয়া, ও শুভকামনা জানানো হয়।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: