সারা দেশে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাকে দাফন করা হয়।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এদিকে, দেশের বিভিন্ন স্থানে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর—
কুষ্টিয়া
শনিবার দুপুরে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে ‘আহত জুলাই যোদ্ধা, কুষ্টিয়া সদর’ এর ব্যানারে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
কক্সবাজার
শনিবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে শত শত মুসল্লি অংশ নেন। জানাজা শেষে হাদির নামে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দেন উপস্থিতিরা।
চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে শনিবার বিকেলে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিতে দুপুর থেকে চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে থেকে হাজার হাজার মানুষ লালদিঘী ময়দানে সমবেত হন।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: