পটুয়াখালীর গলাচিপায় বর্ণিল আয়োজনে মহান বিজয়ের ৫৫তম বছর উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম
মো:জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মোঙ্গলবাড় (১৬ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সাইদ,থানার অফিসার ইনচার্জ , জিল্লুর রহমান বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: