এস এম আহসান হাবীব স্মৃতি পদক–২০২৫ পেলেন কলাপাড়ার সাবেক ওসি মোঃ জুয়েল ইসলাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া, পটুয়াখালী: কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা, চাঞ্চল্যকর ঘটনার দ্রুত উদঘাটন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কলাপাড়া থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল ইসলাম ‘এস এম আহসান হাবীব স্মৃতি পদক–২০২৫’ অর্জন করেছেন।

এক অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় উপদেষ্টা ও সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আশরাফুল হুদা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাদ হোসেন তার হাতে এই সম্মাননা তুলে দেন।
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করা এবং অপরাধ দমনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মোঃ জুয়েল ইসলামের ভূমিকা প্রশংসনীয়। তার পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোঃ জুয়েল ইসলাম বলেন, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতেও জননিরাপত্তা ও সেবামূলক পুলিশিং কার্যক্রমে তিনি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন।
 
উল্লেখ্য, প্রয়াত এস এম আহসান হাবীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই স্মৃতি পদক প্রদান করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর