মানবের স্বাস্থ্য-সু-রক্ষায় প্রানী সম্পদের গুরুত্ব অপরীসিম,

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ১৪:১১ পিএম

মো :জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালী প্রতিনিধি: দেশীয় জাত, আধুনিক প্রযুক্তির : প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালী জেলার সর্ব বৃহত্তর-গলাচিপা উপজেলা-প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে- জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী থেকে উদ যাপন

উদযাপন  উপলক্ষে ২৬ নভেম্বর থেকে-২রা-ডিসেম্বর/২৫ সাত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির আলোকে বুধবার প্রানি সম্পদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে- রেলি মিছিল-আলোচনা সভা ও বিভিন্ন প্রাণি সম্পদ প্রদশর্নী অনুষ্ঠনের শুভ উদ্ধোধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেন - সুদক্ষ গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। 
 
তিনি উপস্থিত-প্রাণী-সম্মদখামরীদের উদ্দেশ্যে বলেন, মানুষের বা মানবের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের প্রাণি সম্পদ যেমন, গরু, মহিষ, ভেড়া-ছাগল সহ- হাঁস-মুরগীর মাংশ ডিম-দুধ গুরুত্ব পুর্ন ভূমিকা পালন করছে।
 
বর্তমান সময়ে- প্রাণী সম্পদ পালনে উদ্ধুদ্ধ হচ্ছে এবং সরকার খামারীদের - চিকিৎসা সহ- কৃত্রিম প্রজনন সেবা- ফ্রি মেডিকেল ক্যাম্প  করে কর্তৃপক্ষ  সেবা প্রদান করছে। তাই সকলকে প্রাণি সম্পদের-সু-সম-নিরাপদ খাদ্য সহ ভেটেরিনারি পরামর্শ নেওয়ার। আহবান জানান।
 
উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব  করেন- ডা. সজল দাস-উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গলাচিপা।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যথাক্রামে উপজেলা কৃষি  অফিসার আরজু আকতার, জামায়েতে ইসলামী মোঃ জাকির হোসেন, গন-অধিকারের – সদস্য সচিব জাকির মুন্সি, পৌর -জামায়েত আমীর মাওলানা বেলাল হোসের, প্রেস ক্লাব সভাপতি মু:খালিদ হোসেন  মিল্টন  প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন -ভেটে রি নারী  ডাক্তার ফেরদাউস।শেষে প্রধান অতিথি প্রাণিসম্পদ স্টল পরিদর্শন করেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর