মির্জাপুরে সাংবাদিক হোসনি জুবাইরির ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রকাশিত মাসিক চন্দ্রবিন্দু,সাপ্তাহিক বারবেলা ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক এবং মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালিন সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক সাংবাদিক হোসনি জুবাইরি ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।তিনি তার বাবা,মা,স্ত্রী ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার(২৩ নভেম্বর)রাত সারে ১০টায় তিনি স্ট্রোক করেন।পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার পিতার নাম ডা.মো.সানোয়ার হোসেন।মির্জাপুর সদরের ইউনিয়ন পাড়ায় তাদের বাসা।
তিনি জাতীয় দৈনিক জনতা পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিক হোসনি জুবাইরির অকাল মৃত্যুতে টাঙ্গাইল জেলা ও মির্জাপুরে কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তার অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী,টাঙ্গাইল জেলা প্রশাসক শরফিা হক,পুলিশ সুপার মো.মিজানুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এড.জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল মাওলা,মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এবি.এম আরিফুল ইসলাম,পৌরসভার প্রশাসক তারেক আজিজ,মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলামসহ টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার(২৪ নভেম্বর)সকাল সাড়ে নয়টায় মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদে প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এবং বাদ যোহর তক্তারচালা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: