ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম

ফাইল ফটো

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি আইয়ুব খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদ

 শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নয়াপল্টন শ্রাংগ্রিলা ইন রেস্তোরাঁয় ফোরামের পুনর্গঠন ও বর্তমান রাজনৈতিক সংকট মোকাবেলায় ফোরামের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন উপস্থিত সকলের জোরালো মতামতের প্রেক্ষিতে আহবায়ক কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য ৮১ সদস্য বিশিষ্ট এ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
 
বিশিষ্ট মেরিন পার্টস ব্যবসায়ী মো. আইয়ুব খানকে সভাপতি, মো. আনোয়ার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট সরওয়ার নিজামীকে যুগ্ম সাধারণ সম্পাদক, আনিসুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করাসহ ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ১০ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয় এদিন। 
 
প্রধান উপদেষ্টা আকম জান্নাতুল করিম খোকন ছাড়াও উপদেষ্টা কমিটিতে রয়েছে মেজর (অব.) মোস্তফা, মেসবাহুন নবী, শাহীদুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, নাইমুল হাসান শিমুল, কর্ণেল (অব.) রাশেদ, আবু জাফর মোঃ ফেরদৌস, নাজমুল হক ও মো. শেখ শাহাদাত হোসেন। 
 
মতবিনিময় সভায় সাধারণ অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফোরামের নবনির্বাচিত সভাপতি মো. আইয়ুব খান। এতে উপদেষ্টাবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন মো. আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন রাহেল, জিএম কামরুল আলম, শেখ মনসুর আহমেদ শিপলু, শাহ রহমত উল্লাহ, প্রফেসর শামীমা ইসলাম মিথিলা, আয়কর আইনজীবী নজরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, সাংবাদিক শামসুদ্দিন শামস, একরামুল হক সেলিম, মিজানুর রহমান, অ্যাডভোকেট সরওয়ার নিজামী, অ্যাডভোকেট এমদাদ হোসেন রাসেল, আনিসুর রহমান রুবেল, মঈন উদ্দিন, মিজানুর রহমান, আনিসুর রহমান মাশু প্রমুখ।
 
মতবিনিময় সভায় নেত্রীবৃন্দ জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত থেকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান। এছাড়াও ভূমিকম্পের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনাসহ তারুণ্যের প্রতিক তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর