“গলাচিপায় বিএনপির জনসভা: ‘কাউকে বর্গা দেওয়ার জন্য জাতীয়তাবাদী দল তৈরি হয়নি’ — হাসান মামুন”
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম
মো:জহিরুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সিক দাঁড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে কাউকে বর্গা দেওয়ার জন্য তৈরি হয়নি।
আমরা নিজেদের শক্তি, জনসমর্থন ও নীতি নিয়ে নির্বাচনে লড়াই করবো।”
তিনি আরও বলেন, “আপনারা যাকে চাইবেন, সেই আপনাদের প্রতিনিধি হিসেবে এ আসনে নির্বাচন করবে। যদি আপনারা আমাকে চান, আমি আপনাদের হয়ে লড়াই করবো। কোন জোট কী সিদ্ধান্ত দিলো বা কোন দল কী বললো—তা দেখি না। আমরা নির্বাচন করবই, ইনশাল্লাহ কোন শক্তিই আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না।”
ঘটমান রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “জাতীয়তাবাদী দল কারো করুণায় রাজনীতি করে না। বহু জোট, বহু দল দেখা যাবে সামনে। শক্তি থাকলে নিজেদের জোরেই জিতে দেখাক। আমরা অন্য কারো হস্তক্ষেপে রাজনীতি করি না।”
তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, “৫ আগস্টের পর একজন তরুণ নেতার বক্তব্যের ওঠানামা লক্ষ্য করুন। এক সপ্তাহে এক কথা, অন্য সপ্তাহে আরেক কথা—এই ধরনের রাজনীতি আমাদের নয়। জাতীয়তাবাদী দল তার শত্রু-মিত্র চিনতে সক্ষম। গলাচিপা-দশমিনার বিএনপি কোন হঠকারী নেতৃত্বকে সমর্থন করে না।”
বেতাগী শিক দারিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি সভাপতি আবু নোমান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি এবং সাধারণ সম্পাদক জনাব মো:ইউসুফ খান প্রধান বক্তার বক্তব্যে জনসভা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় আরও উপস্থিত ছিলেন— অতিথি হিসেবে এডভোকেট মোঃ খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি, প্রধান বক্তা :জনাব ফখরুজ্জামান বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দশমিনা উপজেলা বিএনপি, বক্তা :জনাব মোঃ মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি দশমিনা (টিম প্রধান)।
উপজেলা বিএনপি দশমিনা, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাজার হাজার মানুষ জনসভায় যোগ দিয়ে মাঠটি কানায় কানায় পূর্ণ করে তোলে।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: