মিরসরাইয়ে প্রবাসীকে মারধর, টাকা ও চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নে এক প্রবাসীকে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, চেকসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে ইউনিয়নের সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।

ভুক্তভোগী তারেক আহম্মদ উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের আব্দুল কুদ্দুস মিয়া বাড়ির সরোয়ার আলমের পুত্র। এবিষয়ে মিরসরাই থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের কেরানী চৌধুরীর ছেলে মেহেদী হাসান (২৫), মালপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে ডেনী (৩০), মধ্যম মায়ানী এলাকার মো. বেলালের ছেলে রিয়াজ হোসেন (২৬), মালবাড়ির কাইয়ুমের ছেলে রাহাত হোসেন(২৩) ও সাইফুল ইসলাম (২৮)সহ অজ্ঞাত ৩/৪ জন।

প্রবাসী তারেক আহম্মদ অভিযোগ করে জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ২০ অক্টোবর দেশে ফেরেন। বিবাদী সাইফুল ইসলামকে গত করোনার আগে সৌদি আরব নেওয়ার জন্য তার সঙ্গে আমার ৩ লক্ষ ৫০ হাজার টাকার চুক্তি হয়। তিনি আমাকে ২ লক্ষ ৫২ হাজার টাকা জমা দেন। পরবর্তীতে করোনার কারণে ভিসা বাতিল হয়ে যাওয়ায় ভিসা সংক্রান্ত খরচ বাদ দিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ১ লক্ষ টাকা দেয়ার জন্য ধার্য করা হয়। পরবর্তীতে আমি জীবিকার তাগিদে সৌদি আরব চলে যাই। এরপর গত ২০ সেপ্টেম্বর আমি দেশে ফিরলে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাড়া পায়নি।

তিনি আরো উল্লেখ করেন, বিবাদী সাইফুল ইসলামের ভাড়া করা সন্ত্রাসী মেহেদী হাসান, ডেনী, রিয়াজ হোসেন ও রাহাত হোসেন আমাকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে সিএনজি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তারা আমাকে কাঠ দিয়ে বেধড়ক মারধর ও কিল ঘুষি দেয়। এবং তারা টাকা না দিলে আমার প্রাণনাশের হুমকি দিয়ে ৩ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে আমি প্রাণে বাঁচার জন্য মোবাইল ফোনে আমার স্ত্রীকে ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা দিতে বলি। এছাড়া স্বর্ণালংকার বন্দক রেখে ২ লক্ষ টাকার চেক দেয়। পরবর্তীতে আমার স্ত্রীসহ এলাকার লোকজন গিয়ে ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অভিযোগটি হাতে পেয়েছি। এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর