দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নৈতিকতার বিকল্প নেই: কেএমপি কমিশনার

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, বিতর্ক শুধু জয়-পরাজয়ের বিষয় নয়, এটি সত্য ও যুক্তি চর্চার ক্ষেত্র। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে যুক্তি, সততা ও নৈতিকতার বিকল্প নেই।

 

সোমবার (১৭ নভেম্বর) খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

এ সময় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনি মোহন সাহা, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর