মির্জাপুরে গোলাপী হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন
শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম নামের এক গৃহবধূকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার বেলা প্রায় ১১ টার দিকে মানববন্ধন করেছেন এলাকাবাসী।গোলাপী বেগমের নিকটাত্মীয় ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রেসক্লাব মির্জাপুর এর সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।এসময় তারা গোলাপী বেগম হত্যার বিচার চাই,খুনির শাস্তি চাই,ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দেন।
গত মাসের ২৬ অক্টোবর সকালে বাড়ির পাশের বারোই খাল থেকে গৃহবধূ গোলাপী বেগমের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে নিহতের মা সমলা বেগম বলেন, আমি আমার মাইয়ার হত্যার বিচার চাই,ফাঁসি চাই,আমার মাইয়ারে যে মারছে আল্লাহ তুমি তার বিচার কইরো।
এ সময় নিহতের বাবা বিষু মিঞা অভিযোগ করে বলেন,পুলিশ হালকাভাবে কাজ করছে। শুধুমাত্র আমাদের বাড়িতে গিয়েই তারা তদন্ত করে,কিন্তু অন্য কোথাও গিয়ে তারা আসামিদের খোঁজে না।এ সময় তারা কাদেরকে আবারও রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,আমরা অভ্যন্তরীণভাবে এ ঘটনার তদন্ত করছি।একইসাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতেও প্রতিনিয়তই অভিযান হচ্ছে।
প্রসঙ্গত,নিহত গোলাপী বেগমের ৫ মাসের শিশুসহ ৫ বছর ও ১৫ বয়সি তিনজন মেয়ে রয়েছে।এদের নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন তাঁর পরিবার।মা ছাড়া ৫ মাসের শিশুকে নিয়েই এখন তাদের বড় দুশ্চিন্তা।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: