বৃদ্ধা ফাতেমা পেলো 'স্মাইল বাংলাদেশ'র ভালোবাসার উপহার—একটি নতুন ঘর।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ফাতেমা বেগম। বহুদিন ধরে অসুস্থ স্বামীকে নিয়ে বসবাস করছিলেন একটি জরাজীর্ণ, ভাঙা ঘরে। ঝড়-বৃষ্টি, কষ্ট আর অনিশ্চয়তার মাঝে দিন কাটানো ছিল তাদের নিত্যসঙ্গী। ঠিক সেই সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন সেচ্ছাসেবী সংগঠন 'স্মাইল বাংলাদেশ'।

সংগঠনের উদ্যোগে তাদের জন্য নির্মাণ করা হয় একটি নতুন টিনশেড ঘর। যেখানে আছে নিরাপত্তা, স্বস্তি এবং নতুন জীবনের আশ্বাস। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিক ভাবে বৃদ্ধা ফাতেমা বেগম দম্পতির হাতে তুলে দেন নতুন ঘরের চাবি।
 
নতুন ঘর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মাইল বাংলাদেশ পরিচালক নজরুল ইসলাম জয়, সাইফুল ইসলাম ইমরান, সভাপতি রাশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. এহসান, অর্থ সম্পাদক, দিদারুল আলাম মুহিব, আরিয়ান, ফারুক, আরিফ, সাহির, ইমনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
 
স্মাইল বাংলাদেশ'র সভাপতি রাশেদ চৌধুরী বলেন, আমাদের সংগঠনের একজন সদস্যের মাধ্যমে এই পরিবারের খবর পেয়েছি। আমরা যাচাই বাছাই করে এই উদ্যোগ হাতে নিয়েছি। বৃদ্ধা ফাতেমা বেগম উপার্জনক্ষম স্বামী আর ১৩ বছরের একটি সন্তানকে নিয়ে জরাজীর্ণ একটি এক চালা টিনের ঘরে গাদাগাদি করে থাকতেন। সেটা দেখে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। এখন একটি টিনের ঘর আমরা করে দিয়েছি। 
 
তিনি আরো বলেন, স্মাইল বাংলাদেশ'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানবতার কল্যাণে আমরা একসাথে কাজ করি। হাসি ছড়িয়ে দিই। ভালোবাসা পৌঁছে দিই এই প্রত্যাশায় এগিয়ে যাক আমাদের পথচলা। বৃদ্ধা ফাতেমা বেগমের মুখে হাঁসি ফুটাতে পেরে আমরা আনন্দিত।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর