পটুয়াখালী (গলাচিপা) গলাচিপার চরবাংলায় খাস জমি নিয়ে হামলায় নারীসহ আহত ২৪
প্রতিনিধিঃ পটুয়খালী: পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ২৪ জন কৃষক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশকিছু দিন ধরে দুই গ্রুপের মধ্য বিরোধ চলছিল। বিরোধের ঘটনায় আজ সংঘর্ষ হলে ইজারা পাওয়া কৃষকদের মধ্য ২৪ জন আহত হয়।
আহতদের মধ্য ১৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। তবে শোনা গেছে অপর পক্ষের ৮ জন আহত হয়েছে।’ এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান।
আহত ভূমিহীনরা বলেন, উপজেলার চরবিশ্বাস ইউনিনের চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তাঁর সহযোগীরা বৃহস্পতিবার দুপুরে ওপর সন্ত্রাসী হামলা চালায়।
হামলায় জড়িত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হাওলাদার বলেন, ‘চরবাংলা বিরোধীয় খাস জমি তাঁদের ঘর ছিল। আজ বৃহস্পতিবার তাঁদের ঘরটি ভেঙে অন্যরা ঘর নির্মান করছিল। এ কারণে নিষেধ করা হয়েছে।
চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস বলেন, ‘আমি দশমিনা ছিলাম। হামলার ঘটনার পর আমি জানতে পেরেছি। হামলার ঘটনাটি আমি প্রশাসনকে জানিয়েছি। তবে এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নাই।’
পটুয়াখালী জেলা শাখার যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম বলেন, আমার গ্রামের বাড়ি চরবিশ্বাস। কিন্তু এ চরটি আমার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন একটি চরের অংশ। তাই আমরা চরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহয়তা আলোচনা করে সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমার জানা নাই।’
গলাচিপা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, ‘বিরোধীয় বিষয়টি মিমাংসার জন্য গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়। ওই সময় কৃষকদের বিরোধী গ্রুপ অর্থাৎ আজ যারা হামলা করেছে তাঁদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেয়া হয়। ওই সিদ্ধান্তের সময় উপজেলা ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) ও থানার ওসি উপস্থিত ছিলেন। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: