মিরসরাইয়ে এইসএসসিতে সেরা কলেজ-মাদ্রাসাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও শতবর্ষী আবুতোরাব ফাজিল মাদ্রাসা উত্তর চট্টগ্রামে এইসএসসি পরিক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করায় সংবর্ধনা ও সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে আবুতোরাব জেড ফোর্সের আয়োজিত সন্মাননা দুটি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
 
আবুতোরাব জেড ফোর্সের দলনেতা এম হেলাল উদ্দিনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেড ফোর্স মানবিক ও রাজনৈতিক সমন্বয়ক আবদুল কাইয়ুম খান, নাজিম উদ্দীন ভূইয়া, মুসলিম উদ্দিন, জামশেদ আলম চৌধুরী তপু, আবদুল মান্নান, মোহাম্মদ সুমন, মো. আরমান, মো. জহির উদ্দিন।
 
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান, জেড ফোর্স সদস্য ছাত্রনেতা তৌহিদ সাগর, জেড ফোর্স সদস্য শাহাদাত, গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ফারুক, মো. তারেক, মঘাদিয়া জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রনেতা ইরফান উদ্দিন।
 
সার্বিক সহযোগিতায় ছিলেন, আবুতোরাব জোড ফোর্সের মুখপাত্র ওমর ফারুক, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন তৌহিদ ও তোফাজ্জল হক তপু।
 
জেড ফোর্সের দলনেতা এম হেলাল উদ্দিন বলেন, মিরসরাইয়ের গৌরব, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও শতবর্ষী আবুতোরাব ফাজিল মাদ্রাসার অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। এ অর্জন কেবল শিক্ষার্থীদের নয়, এটি তাঁদের নিবেদিতপ্রাণ শিক্ষকদের, অভিভাবকদের এবং প্রতিটি সহযোগীর সম্মিলিত প্রচেষ্টার ফল।

 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর