পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনয়ন স্থগিত, আলোচনায় হাসান মামুন ও ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

সোহাগ রহমান, পটুয়াখালী প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ আসন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এই আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। মনোনয়ন ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা ও প্রত্যাশা।

বিএনপির মনোনয়ন স্থগিত হওয়ায় পটুয়াখালী-৩ আসন ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক আলোচনা।
দলের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা না এলেও, বিভিন্ন প্রার্থী নিজেদের প্রস্তুতি অব্যাহত রেখেছেন।
 
আজ মঙ্গলবার  শেষ বিকেলে স্থানীয়ভাবে কর্মীসভা করেন বিএনপি নেতা হাসান মামুন।
সভায় তিনি জানান, দলের প্রতি তাঁর আস্থা রয়েছে,জনগণ তাকে চায় এবং তিনি আশা করেন—বিএনপি তাঁকেই মনোনয়ন দেবে।
 
অন্যদিকে, একই আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরও সক্রিয়ভাবে মাঠে রয়েছেন।
তাঁর অংশগ্রহণে পটুয়াখালী-৩ আসনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হচ্ছে।
 
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনটি এবারের নির্বাচনে হতে পারে সবচেয়ে আলোচিত কেন্দ্রগুলোর একটি।
এখান থেকেই বোঝা যাবে—জনগণের সমর্থন কোন রাজনৈতিক শক্তির পক্ষে যাচ্ছে।
 
মনোনয়ন স্থগিত থাকলেও, এলাকা জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিএনপির প্রতীক—তা এখন জেলার রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন।জহিরুল ইসলাম চয়ন 

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর