হিলিতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

কৌশিক চৌধুরী হিলিঃ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যে দিনাজপুরের হাকিমপুর হিলিতে র‍্যালি আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে সেখান থেকে একটি সমবায় র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাব্বির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ রকিবুল হাসান, সহ অনেকে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর