মির্জাপুরে অজয় রাজবংশী নামের এক তরুণ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অজয় রাজবংশী(২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন।সে গত( ৮ অক্টোবর)রাত প্রায় সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে ছিলেন।তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।তার বাড়ি উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের আন্ধরা গ্রামে,কুতুব বাজার ব্রিজ সংলগ্ন।

জানাগেছে,ছেলেটির গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফিট,পরনের ছিল হলুদ কালো রঙের শার্ট ও জিন্স প্যান্ট। 
 
নিখোঁজ রাজবংশীর মা বলেন,গত (৯ অক্টোবর) সকালে ঘুম থেকে ওঠে দেখি আমার ছেলে ঘরে নেই।পরে আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোথাও আমার ছেলেকে খোঁজ পাইনি।এ বিষয়ে নিখোঁজ   রাজবংশীর মা মির্জাপুর থানায় একটি জিডি করেন।
 
মির্জাপুর থানার এসআই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান,অজয় অভিমান করে বাড়ি থেকে চলে গেছে বলে জানতে পেরেছি।
নিখোঁজ হওয়ার পর মোবাইল ট্রাকিংয়ে গন্তব্য কক্সবাজার সীমন্ত দেখানো হয়েছে।এরপর থেকে আর কোনো লোকেশন বা সংকেত পাওয়া যায়নি।অজয়ের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর