" কৃষক ও তরমুজ চাষীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে লাল তীর সীড লিমিটেড কল্যাণে কাজ করছে।"(তাবিদ আউয়াল, স্বত্বাধিকারী)।
মো:জহিরুল ইসলাম চয়ন,পটুয়াখালী প্রতিনিধি: দেশের দক্ষিণ অঞ্চলের জনপথ-পটুয়াখালী জেলার বৃহত্তর গলাচিপা উপজেলার সকল ইউনিয়নের ডিলার ও রিটেইলার ও তরমুজ চাষীদের সমন্বয়ে-উপজেলা নির্বাহী অফিসারের অডিটরিয়াম হলে-লাল তীর সিট লিমিটেড-"ফলান বেশি-স্বাদে মন কাড়া -লাল তীর তরমুজ বাজার সেরা"-এই প্রচার অভিযানে আলোকে-বৃহস্পতিবার বেলা বারোটায় এক সভা অনুষ্ঠিত হয়।
সবায় প্রধান অতিথি হিসেবে তাবিদ আউয়াল ডিলার ও রিটেইলার প্রতিনিধি-অনুষ্ঠানে কৃষক ও তরমুজ চাষীদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে লাল তীর সীড সুফল বয়ে আনবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম ব্যক্তিত্ব জনাব মাহবুব আনাম, বরিশাল ডিভিশনের প্রধান -স্বপন ইসলাম, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তরমুজ চাষী মোঃ মশিউর রহমান শাহিন খন্দকার ও গণমাধ্যম কর্মী মোঃ জহিরুল ইসলাম চয়ন।
অনুষ্ঠিত সভায় উপজেলার১১৬ জন ডিলার ও রিটেইলার সহ সুধী তরমুজ চাষী সহ গণমাধ্যম কর্মীরা অংশ নেয়।
সভায় ডিলার চাষিরা তরমুজ উৎপাদনে নানাবিদ সমস্যা ও উন্নত সীড সরবরাহে কোন প্রকার ভেজাল বীজ পরিবেশনা করা না হয়-সেক্ষেত্রে লাল সীড লিমিটেড কোম্পানি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: