গলাচিপায় ভূমিহীনদের জমি জোড়দখল করার প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবাংলা এলাকায় ভূমিহীনদের সরকার কতৃক বরাদ্দকৃত জমি ভূমিদস্যুরা জোর করে দখল করার প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন।
চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে ২৮ অক্টোবর রোজ মঙ্গলবার রাত ৮ টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করে চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ সেরাজ খান সহ সমিতির সদস্য শাহাবুদ্দিন তালুকদার, ফারুক মীর,মজিবুর হাওলাদার, নাসির ও জালাল তালুকদার। তারা বলেন চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড স্থাপিত হয় ১৯৯৬ সালে। তখন থেকে ৯৬৮ জন অসহায় ভূমিহীন কৃষক নিয়ে প্রায় ৩০ বছর যাবত সমিতি পরিচালনা করে আসছে। এছাড়াও তারা চরবাংলা এলাকায় সরকারি খাস জমিতে বসবাস করে কৃষিকাজ ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছে। তারা আরো বলেন সরকারি নীতিমালা মোতাবেক কৃষি খাস জমি তাদের প্রাপ্য হলেও চরবাংলা এলাকার ভূমিদস্যু আনোয়ার হাওলাদার, জসিম প্যাদা,খলিল হাওলাদার, আবদুর রব, হাসান সিকদার সহ চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির কিছু নেতৃবৃন্দ ও কিছু কুচক্রী মহল সমিতির সদস্যদের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ২৬ অক্টোবর উল্লেখিত ব্যক্তিগণ চরবাংলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড এর সদস্য দাবী করে এবং বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। উল্লেখিত ব্যক্তিগণ অত্র সমিতির সদস্য নয়। তারা স্থানীয় ভূমিদস্যু। গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কাছ থেকে ১৪৩২-৩৩ বাংলা সাল পর্যন্ত সমিতির ১৭৫ জন সদস্যদের নামে একসনা ডিসিআর নিয়ে ভোগদখল ও চাষাবাদ করে আসছে বলে জানান। এবিষয়ে চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের কাছে জানতে চাইলে তারা বলেন এই খাস জমির বিষয়ে কিছু জানিনা এবং এর সাথে আমরা জড়িত না। এরা তাদের সার্থের আমাদের নাম বলছে। এর সাথে আমরা জড়িত না এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
LIMON

আপনার মূল্যবান মতামত দিন: