চট্টগ্রামে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

চট্টগ্রামের সাগরিকা এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। দুর্ঘটনার পর বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে মালবাহী ট্রেনটি রওনা দেয়। পথে সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক লাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে পড়ে রেললাইনের পাশে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর