চুয়াডাঙ্গায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।

মিছিল শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, 'আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। তার বাবা (শেখ মুজিবুর রহমান) সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, আর শেখ হাসিনা মানুষের স্বাধীনতা হরণ করেছিলেন।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের। এছাড়া, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক জিয়া, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির, সমাজকল্যাণ পেশাজীবী সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর