মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯ টায় বাড়ির পাশে এক মাদ্রাসার মাঠে আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। পরে তাকে দাফন করা হবে।
এর আগে, রোববার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ্ জামে মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন শত শত মানুষ।
এর আগে রাত নয়টায় কালামের মরদেহ সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় আনা হলে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে। নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।
নিহত আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া থাকতেন তিনি।
প্রসঙ্গত, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।

আপনার মূল্যবান মতামত দিন: