চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

১৮ বছর আগে দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) নেতা মাইকেল চাকমাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমন চাকমা নামে আরও এক আসামিকে একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাওহিদুল হক বুধবার (৮ অক্টোবর) আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। রায়টি বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার প্রসাদেব চাকমা।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৮৫ ধারায় চাঁদাবাজির অভিযোগে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়া হয়েছে।
২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও নগদ টাকাসহ আটক করে। পরে লংগদু থানায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
এর আগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিশেষ ট্রাইব্যুনাল–২ একই আসামির বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ বছরের এবং চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালত নির্দেশ দিয়েছিলেন, উভয় সাজা একত্রে কার্যকর হবে।
আপনার মূল্যবান মতামত দিন: