খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার
নিউজ ডেস্ক
প্রকাশিত:
০৪ অক্টোবর ২০২৫ ১০:১০ এএম

খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে চারদিন ধরে অবরোধ পালন করা হয়।শনিবার সকালে পুরো অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছিল পার্বত্য এ জেলায়।
আপনার মূল্যবান মতামত দিন: