আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তাদের ৫ বছরের কন্যা সন্তাস জামিলা। তারা বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায়, বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দ্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: