ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ভরাডোবা নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একই লেনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত প্রায় ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর