নেক্সজেন ড্রিম ন্যাশনাল টিম টাঙ্গাইলের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

নেক্সজেন ড্রিম ন্যাশনাল টিম টাঙ্গাইলের শুভ উদ্বোধন

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: মির্জাপুরে দারিদ্র ও বেকারত্ব দূরীকরণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অনলাইন নেক্সজেন ড্রিম ন্যাশনাল টিম টাঙ্গাইল এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় বার্ডস এ এন্ড জেট সংলগ্ন,গোড়াই মোমিন নগর এলাকায় সখিপুর রোডে আছিয়া কমপ্লেক্সের নিচ তলায় এই অনলাইন প্রতিষ্ঠানের আয়োজন করা হয়। 
 
মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আ.গফুর আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গোড়াই অফিস ম্যানেজার এমডি রাবু মিয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সিটি অফিস ম্যানেজার মোঃ রায়হান আলী। 
এই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হচ্ছেন,আন আলিসা এক্সক্লুসিভ গ্রুপ(ইংল্যান্ড প্রবাসী)। 
 
বর্তমানে উপজেলা পর্যায়ে  প্রতিষ্ঠানটির ৪৩২ জন মেম্বার রয়েছে ।সরাসরি অফিস কিংবা মেম্বারশীপদের কাছ থেকে এই অনলাইন ব্যবসায় যুক্ত হতে পারবেন।
 
সুপারভাইজার হয়েছেন মাওলানা মুফতি জাকারিয়া হোসেন ও সুমন তালুকদার।জব ৪ এর যারা সম্মানিত হয়েছেন,মোজাম্মেল হক,  খোকন মন্ডল,শ্রী তপন কুমার,মোঃ হাবিবুর রহমান হাবিব,মনারুল হোসেন মনার ও রবিউল। 
মাওলানা মুফতি জাকারিয়ার বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর