চোর সন্দেহে ব্রিজের উপর নিয়ে ৩ কিশোরকে পিটুনি, ঘটনাস্থলেই প্রাণ গেল ১ জনের

নিউজ ডেস্ক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ২০:০৮ পিএম

চোর সন্দেহে ব্রিজের উপর নিয়ে ৩ কিশোরকে পিটুনি, ঘটনাস্থলেই প্রাণ গেল ১ জনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ আগস্ট) ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার ব্রিজের উপর এই ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম মো. রিহান উদ্দিন ওরফে মাহিন (১৫)। সে ওই ইউনিয়নের তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে। এ ঘটনায় আহত মানিক ও রাহাতের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, আজ ভোরে সাগর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর স্থানীয় ৫ থেকে ৬ জন ছেলে দাঁড়ানো অবস্থায় ছিল। পরে স্থানীয়রা চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দিলে তারা পালাতে থাকে। এদের মধ্যে তিনজন একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে ধাওয়াকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলে মাহিন নামে এক কিশোর মারা যায়।

তিনি আরও বলেন, বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও আজাদ নামের দুই যুবককে পুলিশ আটক করে থানা নিয়ে আসে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর