টেকনাফে জালের ভেতর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৫ ১৪:০৮ পিএম

টেকনাফে জালের ভেতর থেকে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার।

হেলাল উদ্দিন টেকনাফ: টেকনাফ উপজেলার আলীখালীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীর ফেলে যাওয়া জালের ভেতর থেকে ৯হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বৃহস্পতিবার (২১আগস্ট) বিকালে টেকনাফ ব্যাটালিয়নের একটি টহলদল লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় আলীখাল ঘাটের কাছে কেওড়া বাগানের ভেতর দিয়ে দু’জন জেলেকে জাল হাতে আসতে দেখে।তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাদের ধাওয়া করে।
 
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের বহন করা জাল ফেলে কেওড়া বনের গভীরে পালিয়ে যায়।
 
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে তারই নেতৃত্বে কয়েকটি অভিযান দল পৌঁছায় এবং জড়িতদের ধরতে আলীখাল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালায়।
 
এ সময় পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ফেলে রাখা মাছ ধরার জালে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে বিশেষ কৌশলে মোড়ানো ৯হাজার৮০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
তিনি আরও জানান,তবে,পাচারকারী চক্রের হোতাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে টেকনাফ ব্যাটালিয়ন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর