তানোর-গোদাগাড়িতে গনসংযোগ করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারেক

নাফিস ইকবাল, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক সোমবার (১৮ আগস্ট) তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের দুঃখ-দুর্দশা ও আশা-আকাঙ্ক্ষার কথা শোনেন।
গণসংযোগকালে তিনি বলেন, “মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করা আমার জীবনের প্রধান অঙ্গীকার। আমি বিশ্বাস করি, দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করতে হলে আগে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
এ সময় এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এআরএস
আপনার মূল্যবান মতামত দিন: