পীর সাহেব আটরশির কন্যা আনোয়ারা কোহিনুর ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৫:০৮ পিএম
আপডেট: ১৬ আগষ্ট ২০২৫ ৩:৪৩ পিএম

ফাইল ছবি

শাহ সুফি হযরত মাওলানা হাশমত উল্লাহ (র:) খাজাবাবা ফরিদপুরি, পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম ইন্তেকাল করেছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শনিবার ভোরে ইন্তেকাল করেন।

তার স্বামী প্রখ্যাত আইনজীবী ও রাজনিতিবীদ মরহুম আলহাজ্ব এডভোকেট আদিল উদ্দিন হাওলাদার ভাষা আন্দোলনে ফরিদপুর অঞ্চল থেকে ছাত্র বয়সে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছিলেন।

পাকিস্তান আমলে পরবর্তীতে আদিল উদ্দিন হাওলাদার প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি যাকের পার্টির প্রতিষ্ঠাতা মহাসচিব এর দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের ১৪ই সেপ্টেম্বর তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন।

অত্যন্ত পর্দানশীল দ্বীনদার ভদ্রমহিলা আনোয়ারা কোহিনুর বেগম তার স্বামীর রেখে যাওয়া এ সকল সামাজিক কর্মকান্ড পর্দার আড়াল থেকে নানাভাবে পরিচালনায় অবদান রেখে গেছেন।

অসংখ্য পরিবার এবং মানুষকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য কোহিনুর বেগমের অবদান অপরিসীম। এই মহীয়সী দ্বীনদার ভদ্রমহিলা দুই পুত্র এবং এক কন্যা সন্তান, ভাই বোনসহ অসংখ্য আপনজন রেখে গেছেন।

এআরএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর