গোদাগাড়ীতে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১০টার পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত গোদাগাড়ী বিএনপি'র পার্টি অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোদাগাড়ী তানোরের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে যেতে হবে।
যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সুলতানুল ইসলাম তারেক।
সর্বশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা, ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিএনপির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: