চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ শহরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখা।
শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের টাউন ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক রাজশাহী মহানগর সভাপতি সিফাত উল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাফেজ গোলাম রাব্বানী, সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল আলীম, সাবেক শহর সভাপতি এডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং গোলাম মোস্তফা।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও রাজশাহী রেটিনা শাখার পরিচালক আতাউর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আল হাসান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিফাত আবু সালেহ।
এছাড়াও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রায় ৩৫০ শিক্ষার্থী সংবর্ধনায় অংশ নেন।
আপনার মূল্যবান মতামত দিন: