ব‍্যাংকে হামলাকারী সেই যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১১:০৮ এএম
আপডেট: ০৩ আগষ্ট ২০২৫ ১১:০৫ এএম

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলাকারী যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক, ইউপি সদস্য লোকমান হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২ আগস্ট) রাতে র‌্যাব-১২ পাবনার একটি দল অভিযান চালিয়ে চাটমোহর উপজেলার ফৈলজানায় লোকমান হোসেনের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। লোকমান হোসেন (৩৫) ফৈলজানার মো. আব্দুস সাত্তারের ছেলে।

চাটমোহর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, শনিবার রাত ১১টার দিকে র‍্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা আসামি লোকমান হোসেনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। রোববার তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় ফৈলজানা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার লোকমান হোসেনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা হলে সে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে হামলা চালায় এবং ম্যানেজার শামসুজ্জামান নয়নসহ অন্যান্য কর্মকর্তাকে মারধর করে। ব্যাংকের ক্যাশ কাউন্টার, আসবাবপত্র ভাঙচুর করে লোকমান ও তার অনুসারীরা।

তার বিরুদ্ধে মামলা হলে শুক্রবার প্রকাশ্যে ফৈলজানায় একটি মানববন্ধনে অংশ নেন লোকমান হোসেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর