মির্জাপুরে ছেলের হাতে মা খুন,ছেলের আত্মসমর্পণ থানায়!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ২১:০৭ পিএম

মির্জাপুরে ছেলের হাতে মা খুন,ছেলের আত্মসমর্পণ থানায়!

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে খাবার সময় কথা কাটাকাটির জেরে ফুলমালা বেগম (৭০) নামের নিজে মাকে হত্যা করেছেন এক যুবক।পরে আবার নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ছেলেটি ।

ঘটনাটি ঘটেছে,শুক্রবার সন্ধ্যায় উপজেলার মশাজান গ্রামে।নিহত ফুলমালা বেগম ঐ গ্রামের গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানাগেছে। 
 
পুলিশ জানায়,ঘটনার পরদিন শনিবার ভোরে ঘাতক ছেলে ইউনুস মন্ডল(২৫)নিজেই মির্জাপুর থানায় গিয়ে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে  পুলিশকে জানিয়েছে,শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় তার মাকে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।
 
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান,নিহত ফুলমালা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার তদন্ত চলছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর