থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ

নিউজ ডেস্ক প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫ ১০:০৭ এএম

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত করে পুকুরের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়েছে দুর্বৃত্ত। ছুরিকাঘাতে আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিনকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার পর থানার ভিতরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতায় হঠাৎ এক অজ্ঞাত ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বে থাকা এএসআই মহসিনের ওপর ছুরি নিয়ে নিয়ে হামলে পড়ে। ওই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার শুরু করলে থানা চত্বরে থাকা অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয়রা ছুটে আসেন। এ সময় হামলাকারী দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় ভর্তি থাকায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ পুকুর ও আশপাশের এলাকায় তল্লাশি চালাতে থাকেন। রাত ২টা পর্যন্ত চেষ্টা চালিয়েও হামলাকারীকে আটক করা যায়নি।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারী ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে।

পুলিশ জানায়, থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর