মির্জাপুরে জমির আইল থেকে প্রবাসীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ২৩:০৭ পিএম

ফাইল ফটো

শামীম মিয়া,মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের একটি জমির আইল থেকে ফিরোজ মিয়া(৪৮)নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার তরফপুর মাটিয়াগাড়া এলাকায় ধান চাষ করা জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 
 
তরফপুর গ্রামের মাটিয়াঘাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ফিরোজ মিয়া।তিনি ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বলে জানাগেছে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার স্থানীয়রা ফিরোজের লাশ বাড়ির পাশের(আঞ্চলিক ভাষা ব্যাদ)বা ধানী জমির আইলের উপর পড়ে থাকতে দেখেন।স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে থানা পুলিশ গিয়ে ফিরোজের লাশ উদ্ধার করে।নিহত ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে।ধারণা করা হচ্ছে সোমবার রাতের কোন এক সময় তাকে খুন করে জমির আইলের উপর ফেলে রাখে। তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ।
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান,ফিরোজ মিয়ার সঙ্গে ওই এলাকার আরেক প্রবাসীর স্ত্রীর ৩ সন্তানের জননীর সাথে তার পরকীয়া সর্ম্পক রয়েছে।ওই পরকীয়ার জেরে সে খুন হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। 
 
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন,নিহত প্রবাসী ফিরোজ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মামলা প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর