মিরসরাই প্রেস ক্লাবের সম্পাদকের শ্বশুর শ্রমিকনেতা জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ফাইল ফটো

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিনের শ্বশুর জয়নাল আবেদীন (জয়নাল ড্রাইভার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক নির্বাচিত তিনবারের সভাপতি ছিলেন।

সোমবার (২১ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের জামাতা সাংবাদিক এম মাঈন উদ্দিন।
 
বাদ যোহর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজ বাড়ি ‘জয়নাল ড্রাইভার বাড়িতে’ জানাজা অনুষ্ঠিত হবে।
 
জানা গেছে, জয়নাল আবেদীন জীবনের শেষ সময় পর্যন্ত বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি এলাকায় একজন শ্রদ্ধাভাজন ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে, পাঁচ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
 
তার মৃত্যুতে মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিনসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর