গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পিং

পটুয়াখালীর গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক পরামর্শ, ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। গলাচিপা সরকারি ডিগ্রী কলেজে ২১ জুলাই সোমবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়।
৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর নির্দেশে গলাচিপায় সেনাবাহিনী কর্তৃক এ কর্মসূচি পালন করা হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সলমন ইবনে এ রউফ, এনডিসি, পিএসসি। মেডিকেল অফিসার সহ মোট ১৪ জন ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন। আনুমানিক ৬০০ রোগীদেরকে পরামর্শ, ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। কয়েকজন রোগী জানান সেনাবাহিনীর এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, অনেক গরিব রোগী টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না তাই ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ তাদেরকে অনেক উপকৃত করেছে। তারা আরো জানান সেনাবাহিনীরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের চিকিৎসা সেবা দিয়েছেন। সেনাবাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ যদি অব্যাহত থাকে তাহলে জনগণ অনেক উপকৃত হবে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: