খুলনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫ ১৫:০৭ পিএম

খুলনা সদর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্রুপ এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্রুপ এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত আনুমানিক ৩ টায় পরিচালিত এই অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগাজিন সহ), ১টি পাইপ গান, ৫ টি বিভিন্ন প্রকার তাঁজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টান গান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
 
উল্লেখ্য, গ্রেফতারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর