দিনাজপুরের হিলিতে দু-মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০১ জুলাই ২০২৫ ১৬:০৭ পিএম

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব) প্রকল্পের আওতায় উপজেলায় দু-মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ জুলাই) যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকার ৪০জন তরুন তরুনী এই প্রশিক্ষন কর্মশালায় অংশ নিচ্ছেন। এতে বক্তারা বেকার হয়ে বসে না থেকে সঠিকভাবে কম্পিউটার প্রশিক্ষন নিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত হওয়ার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম শাহ,সহকারী রবিউল ইসলাম, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম , হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: