চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জুন ২০২৫ ০১:০৬ এএম

চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গেছে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার এবং প্রিকয়াপ ভ্যান। এ ঘটনায় ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বোয়ালখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১০টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং পুলিশ। ট্রেনের নিচে আটকে আছে এসব যানবাহনগুলো। আটকে থাকায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর