বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সোমবার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার বাঙ্গরায় বজ্রপাতে দুই কৃষক ও দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ও বাঙ্গরা থানার ওসি। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিলাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। দুজনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ছাড়া বাকি দুজন বাঙ্গরার কোরবানপুর এলাকার কৃষক। তারা হলেন- বাঙ্গরা থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০)। এ সময় সায়মন নামে সাত বছরের এক শিশু আহত হয়েছে।

বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিশুরা মাঠে ঘুড়ি ওড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাতে দুই ছাত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা এলাকার ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে দুই কৃষক মাঠে কাজ করেছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা মারা যান। বরুড়া থানার ওসি নাজমুল হাসান বলেন, কোরবানপুর এলাকায় দুজন কৃষক বজ্রপাতে নিহত হন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের অষ্টগ্রামের হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক জেলে নিহত হন। সোমবার সকালে ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জন্তিদ দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস (৩০), যিনি সকালে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

অন্যদিকে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) দুপুরে খয়েরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে রিমন তালুকদার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আটগাঁও গ্রামের বুড়িজাঙ্গাল হাওরে এ ঘটনা ঘটে। নিহত রিমন (২০) শাল্লা উপজেলার ১ নম্বর আটগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহেদ মিয়ার ছেলে। সে শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থী ও একটি গরুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামি একাডেমির শিক্ষক ছিলেন।

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি জানান, কুমিল্লা দেবীদ্বারে নানার সঙ্গে মাঠে ধান কাটা দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলা সাহারপাড় গ্রামের ইমন মিয়ার মেয়ে মিম আক্তার (১০)। উপজেলার ভানি ইউনিয়নের কোটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার দুপুরে নানার সঙ্গে মাঠে ধান কাটা দেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয়।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে শাহজাহান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বিল বাগহাটা (হরিবিল) থেকে তার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী ও স্বজনরা। নিহত শাহজাহান মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশকা রানী সরকার (৪৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন পরিষদের নাহারে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশকা রানী সরকার চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর ইউনিয়নের নাহারা গ্রামের পূর্বপাড়া মন্দিরওয়ালা বাড়ির হরিপদ সরকারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম।

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ধান কেটে নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর