লৌহজংয়ে সরকারি খালের মাটি লুটের অভিযোগ

রুবেল ইসলাম তাহমিদ,মুন্সিগঞ্জ প্রতিনিধি: ইউপি সদস্য সোহেল খানের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা সরকারি খালে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো অনুমতি ছাড়াই খাল থেকে মাটি তুলে তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর পড়ছে মারাত্মক নেতিবাচক প্রভাব। সরজমিনে রবিবার সকালে গোয়ালিমান্দ্রা এলাকায় গিয়ে দেখা যায়, খালে ভেকু দিয়ে অব্যাহতভাবে মাটি কেটে মাহিন্দ্রা গাড়িতে করে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।স্থানীয়রা জানান, এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন মৌছামান্দ্রা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল খান।
এ বিষয়ে মোঃ সোহেল খানের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দীনের মৌখিক অনুমতিক্রমে রাস্তাঘাট নির্মাণের জন্য খাল থেকে কিছু পরিমাণ মাটি কাটা হচ্ছে। কিন্তু লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দীন বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, বিশেষ আবেদনের ভিত্তিতে একটি সচিবের দেশের বাড়ির রাস্তার উন্নয়নকাজের জন্য সামান্য পরিমাণ মাটি তোলার মৌখিক সম্মতি দেওয়া হয়েছিল। নির্দিষ্ট একটি রাস্তা ছাড়া অন্য কোনো স্থানের জন্য মাটি নেওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও তিনি জানান। সরজমিন তদন্তে আরও দেখা গেছে, টানা তিন দিন ধরে খালের মাটি কাটে বিভিন্ন স্থান দিয়েছে এবং সেগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করা হয়েছে।
এলাকাবাসীর অনেকে জানান , মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ইউপি সদস্য সোহেল খান। স্থানীয়রা আরও জানান, সোহেল খান একসময় খালে ড্রেজার ব্যবসার অন্যতম গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। সরকার পতনের পর তিনি নতুন কৌশলে আবারও মাটি লুটপাটের অপচেষ্টা শুরু করেছেন।
বিভিন্ন সময় ভেকু নামিয়েও রাজনৈতিক কারণে সুবিধা করতে না পারা সোহেল খান এখন সুযোগ বুঝে নির্বিঘ্নে খালের মাটি কেটে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে, অপরিকল্পিতভাবে খালের মাটি কাটার ফলে এলাকার পরিবেশে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। সংকুচিত হয়ে পড়েছে খাল, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এলাকাবাসী দ্রুত এই অবৈধ মাটি কাটার কাজ বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: