পটুয়াখালী কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মোঃ জাহিদ তালুকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে খুঁচিয়ে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা কলাপাড়ার শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
বক্তারা আরও বলেন, পূর্বেও এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালানো হয়েছে। বক্তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে অপপ্রচারের মাধ্যমে কোনো পক্ষ ভবিষ্যতে আর এ ধরনের পরিবেশ তৈরি করতে না পারে।কলাপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুঁচিয়ে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তার ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা কলাপাড়ার শান্তিপূর্ণ পরিবেশের জন্য হুমকি।
বক্তারা আরও বলেন, পূর্বেও এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা চালানো হয়েছে। বক্তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে অপপ্রচারের মাধ্যমে কোনো পক্ষ ভবিষ্যতে আর এ ধরনের পরিবেশ তৈরি করতে না পারে।
মানববন্ধনে বক্তৃতার মাধ্যমে বক্তারা শান্তি, শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতার পক্ষে একতাবদ্ধ থাকার আহ্বান জানান।
কিন্তু সাধারন মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ করে মানববন্ধন করেছেন তার সুষ্ঠু তদন্ত করে যে বা যাহারা দোষী সাব্যস্ত হইবে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করার দাবি সাধারন মানুষের।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: