হাকিমপুরে নানা আয়োজনে জাংগই বাজারের শতবর্ষ পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:০৪ পিএম

শতবর্ষ পূর্তি উদযাপন

কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধিঃ 'এসো মিলি প্রাণের ঐক্যতানে,ফিরে যাই শিকরের টানে""এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই বাজারের শতবর্ষ পূর্তি ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার জাংগই হাট ও বাজার কমিটির সভাপতি ডাঃ মো দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (দোদো) এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাংগই হাট ও বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন (শিল্পী), উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, জাংগই হাট ও বাজার কমিটির সদস্য মো তোছাদ্দেক, মো জহুরুল ইসলাম, হাফিজুল ইসলাম, মো সাব্বির রহমান সহ আরো অনেকেই।

হাট ও বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম (দোদো) বলেন, জাংগই
হাট ও বাজার প্রায় শত বর্ষ পূর্তি হলেও এখানে উন্নয়নের কোন ছোঁয়া লাগে নাই। আমরা গত ছয় মাস আগে এই হাট ও বাজার কমিটির দ্বায়িত্ব পেয়েছি। এবছর প্রায় ৫ লাখ টাকা ইজারা দেওয়া হয়েছে। এরপরও আমাদের হাট ও বাজার সংযুক্ত রাস্তা গুলো পাকা করণ হয় নাই। বাজারে মানসম্মত টয়লেট ও প্রসাবখানা পর্যন্ত নাই। তাই আমাদের দাবি হাট ও বাজার ইজারার টাকা দিয়ে এখানকার উন্নয়ন করা জোড় দাবি জানাচ্ছি।

LIMON

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর