মির্জাপুরে ৪২ পিস ইয়াবাসহ এক জন গ্রেপ্তার

শামীম মিয়া ,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার রাতে একটি খাবেরের হোটেল থেকে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ইব্রাহীম মিয়া(২৬)উপজেলার বানাইল ইউনিয়নের সুভাষ মিয়ার ছেলে।
মির্জাপুর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান বৃহস্পতিবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,উপজেলার গোড়াই জয়েরপাড়া খাবারের হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি করেন ইব্রাহীম।বুধবার রাতে খবর পেয়ে ওই হোটেলে পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের ক্যাশ বাক্স থেকে ৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মির্জাপুর থানার ওসি মো.মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।
LIMON
আপনার মূল্যবান মতামত দিন: