চট্টগ্রামে পুলিশ-ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষে আহত ১০
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিগন্যাল এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, চলতি মাসজুড়ে নগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারিচালিত রিকশাবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসেবে প্রায় তিন হাজার রিকশা জব্দ করা হয়েছে। এই অভিযানে বিক্ষুব্ধ হয়ে বুধবার চালকরা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন।
একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ান তারা। উভয়পক্ষ একে অপরকে ইট-পাটকেল ছুড়ে মারতে শুরু করে, চলে তুমুল ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে, এতে রিকশাচালকরা পিছু হটে অলিগলিতে আশ্রয় নেন এবং সেখান থেকে ফের ইটপাটকেল ছুড়ে মারেন। পুলিশ পাল্টা ধাওয়া দিলে তারা গলির ভিতরে ছত্রভঙ্গ হয়ে যান।
ঘটনার কারণে ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় দীর্ঘ যানজট। বর্তমানে অতিরিক্ত পুলিশ বাহিনী ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
এ বিষয়ে জানতে চাইলে, রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরী জয় বলেন, আজ আমাদের কোনো কর্মসূচি ছিলো না। কিন্তু কয়েকদিন ধরে কয়েক হাজার ব্যাটারি রিকশা জব্দ করা হয়েছে। এটি শ্রমিকদের জীবিকা। তাই ক্ষুব্ধ হয়ে তারা রাস্তায় নেমেছেন।
চট্টগ্রাম পুলিশের এডিসি (পিআরও) মাহমুদা বেগম বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযানে গেলে রিকশাচালকরা সড়কে নেমে পড়েন। এসময় তাদের সরিয়ে দিয়েছেন পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: